1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় মাদকবিরোধী জনসচেতনতা সভা অনুষ্ঠিত রায়পুরায় লটারির মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ৪৬ জন ডিলার নিয়োগ রায়পুরায় প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে বৃক্ষরোপণ  নরসিংদীতে প্রসূতির অস্ত্রোপাচারের পর পেটে ১৮ ইঞ্চির ‘মব’ কাপড় রেখে সেলাই, মৃত্যুর মুখে প্রসূতি নরসিংদীর ডিসি রোডে বেঙ্গল মিটের নতুন শো-রুমের শুভ উদ্বোধন হাজী আফছার উদ্দিন ভূইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের সংবর্ধনা “জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে”- ইউএনও মাসুদ রানা নরসিংদীতে কিশোরকে নির্যাতন করে হত্যার অভিযোগ নরসিংদীতে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেল আটো চুরি মামলার আসামী মাধবদীতে ২ সুতার গোডাউন ও ১টি ঝুটের দোকান আগুনে পুড়ে ছাই

“রিন নামকরা নারী” পদকে ভূষিত বিজয়ী’ এর ফাউন্ডার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৫০ বার

নিজস্ব প্রতিবেদক : রিন নামকরা নারী পদকে ভূষিত হলেন চাঁদপুরের প্রথম নারী ট্রেনিং বেইজ সংগঠন “বিজয়ী” এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। গতকাল এই পদক এবং সম্মাননা সাটিফিকেট ও রিন থেকে প্রদত্ত ভিজিটিং কার্ড কুরিয়ারের মাধ্যমে এক শুভেচ্ছা বার্তাসহ তানিয়া ইশতিয়াক খানের কাছে পৌঁছে দেন “রিন”।

প্রত্যেক নারীর একক সত্তা তাকে তার ব্যক্তিগত পরিচয়ে পরিচিত হবার অধিকার দেয়। তার সবচেয়ে গুরত্বপূর্ণ পরিচয়, তার নাম। তাই নারীর নাম কে রাঙিয়ে তুলতেই তৈরি হয়েছে “রিন নামকরা নারী প্ল্যাটফর্ম”। আর এই প্লাটফরমে চাঁদপুরে নারী উদ্যোক্তা এবং চাঁদপুরের নারীদের সাবলম্বী করার পথ প্রদর্শক সংগঠন “বিজয়ী” এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানকে নির্বাচিত করা হয়।

সম্মাননা পেয়ে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইসতিয়াক খান সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ধন্যবাদ এটি আমার জন্য অনেক গর্বের ও সম্মানের, এই সম্মাননা শুধু আমার নয়, বিজয়ী এর সকল সদস্যদের । এমন পুরস্কার অর্জনে আমরা সত্যিই অনেক আনন্দিত। আমি রিনকে ও আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি আপনাদের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি প্রতি বছর দেশের নারীদের কে সম্মানিত করে তাদের পথ চলাকে আরও গতিশীল করে দিবেন। শুধু মাত্র নারী উদ্যোক্তা নয় পাশাপাশি ছেলে উদ্যোক্তাদেরকেও সম্মাননা দিয়ে উৎসাহিত করবেন।

উন্নত বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু গৃহিণী নয়,কারো মা নয়, কারো মেয়ে নয়, কারো বোন নয়,কারো স্ত্রী নয় বরং নিজের সাহসী চেষ্টায় একজন সফল উদ্যোক্তা হয়ে নিজের ও অন্যের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তানিয়া খান আরও বলেন ২০২০ সালের প্রতিষ্ঠিত বিজয়ী আজ বিজয়ের পথে, আলহামদুলিল্লাহ চাঁদপুরে উদ্যোমী নারী উদ্যোক্তাগন আজ আমরা সবাই একই কাতারে একই পতাকা তলে বিজয়ীতে। শুরু থেকে নানা রকম প্রতিকূলতা পাড়ি দিয়েছি। ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হয়ে চাঁদপুরের নারীদের বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল করবো।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT