1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০ ২৫ জেলার ওপর দিয়ে চলছে মৃদু তাপপ্রবাহ পবিত্র হজ শেষে দেশে ফিরলেন ৮৬০৬ জন হাজি: ২৩ জনের মৃত্যু

রায়পুরায় নানা আয়োজন জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৪৭ বার

এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ‘‘আইন মেনে সড়কে চলি-নিরাপদে ঘরে ফিরি’’ এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীর রায়পুরাতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকালে নরসিংদী জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নরসিংদী সার্কেল এর আয়োজনে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা করা হয়েছে।

দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও রায়পুরা উপজেলা প্রশাসন সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, যান চালকদের নিয়ে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি মাহমুদাবাদ রাজিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ড পর্যন্ত যায়।

এসময় সড়কে নিরাপদে যান চলাচল বিষয় নিয়ে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এর আগে আলোচনা সভায় শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগীতা করা হয়।

নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড বিআরটিএ সভাপতি এ এস এম ইবনুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এসময় আরোও বক্তব্য রাখেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, নরসিংদীর সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান,

নরসিংদী বিআরটিএ সহকারী পরিচালক শেখ মো: ইমরান, নিরাপদ সড়ক চাই নরসিংদী জেলা সভাপতি এড. সোহরাব হোসেন ভূইয়া সোহাগ, নরসিংদী জেলা পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মৃধা, নরসিংদী আন্ত:জেলা বাস মিনিবাস টার্মিনালের সভাপতি এএইচএম জাহাঙ্গীর, নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল হক, উপ-সহকারী প্রকৌশলী মহিবুল্লাহ সুমন প্রমূখ।

এসময় বিভিন্ন যান চালক, বিআরটিএ, বাস/মিনিবাস মালিক সমিতি, বাস/ট্রাক শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামক স্থানটিতে গত এক মাসে টানা ৩টি ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৯ জন সবজি বিক্রেতা ও ক্রেতা নিহত হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT