শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুন) বিকেলে কামরাব বাজারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহসীন নাজীর। ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মাস্টারের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আলী মৃধা মিন্টু, প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, আলমগীর হোসেন মৃধা আঙ্গুর, মাশিকুর রহমান কিরণ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ,
আমজাদ হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, বাবু বিপ্লব চক্রবর্তী, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ভূইয়া, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুণ,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফেজ আহমেদ সরকার, উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব কাওসার শেখ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়া প্রমুখ।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ কে পুনরায় সভাপতি ও সোহেল মীর কে সাধারণ সম্পাদক করে জয়নগর ইউনিয়ন কৃষক লীগের কমিটি ঘোষনা করা হয়।