শেখ মানিক : ‘রক্তের গ্রুপ জানুন, “রক্ত দিন জীবন বাঁচান” এ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর শিবপুর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ অক্টোবর) দিনব্যাপী শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম নামে সামাজিক সংগঠনের সার্বিক পরিচালনায় ও শিবপুর ক্লাবের আয়োজনে উপজেলার বাঘাব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এ সময় বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার তিন শতাধিক মানুষের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার, আমাদের শিবপুর ব্লাড ব্যাংক গ্ৰুপের এডমিন শহিদুল ইসলাম বাবু ,নিশাত ইসলাম, শিবপুর ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস হায়দার, উপজেলা সেচ্ছাসেবী ফোরামের মোঃ রিদয়, রিফাতসহ অন্যান্য সদস্যরা।