1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

রায়পুরায় বিনামূল্যে ১ হাজার রোগী পেলো দাঁতের চিকিৎসা

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৯৮ বার

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ডৌকারচর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন এর উদ্যোগে ও নরসিংদী জেলা ডেন্টাল এসোসিয়েশন এর সহযোগিতায় বিনামূল্যে ইউনিয়নের সহস্রাধিক দাঁতের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) উপজেলার পিবিনগর এলাকার বেলায়েত আলী উচ্চ বিদ্যালয় মার্কেটে ডৌকারচর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন এর কার্যালয়ে এ ফ্রি ডেন্টাল ক্যাম্প-২০২২ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

নরসিংদী জেলা ডেন্টাল এসোসিয়েশন ও আমরা ডৌকারচরবাসী সংগঠনের সভাপতি মহিউদ্দিন রাশেদ এর সভাপতিত্বে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ মোঃ এনামুল হক বি.ডি.এস সহ ১৫ জন ডেন্টাল চিকিৎসকরা বিনামূল্যে সেবা নিতে আসা রোগীদের সেবা প্রদান করেছেন। এর আগে সকালে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ডৌকারচর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন এর উপদেষ্টা ও মালদ্বীপ প্রবাসী মোঃ সাহারাজ মিয়া।

এসময় প্রধান আলোচক হিসেবে সেবা গ্রহীতাদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা মূলক আলোচনা রাখেন লক্ষিপুরা রাহে জান্নাত দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিমুদ্দিন চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ডৌকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম, উন্মোচন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা মাহবুব আলম, ডৌকারচর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের আজীবন সদস্য ও সৌদি আরব প্রবাসী কিরন মিয়া সহ আরো অনেকে।

উল্লেখ্য, ডৌকারচর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনটি বিগত দিনেও বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমে অংশ নিয়েছে। ভবিষ্যতে তারা এধরনের কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT