1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল গত ১৭ বছর গনতন্ত্র ও আইনি শাসন বলতে কিছুই ছিলো না : বেলাবতে জুয়েল পলাশে সমাজ সেবায় অবদান রাখায় সম্মাননা পেলেন এম কাইয়ুম বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে যারা উসকানি দিচ্ছে, তাদের দ্বিতীয়বার পতন হবে : মঈন খান দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন নরসিংদীতে ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন পলাশে শীতলক্ষ্যা নদীতে ডুবে প্রাণ গেল দুই বন্ধুর পলাশে ঘুরতে এসে নদীতে ডুবে কিশোরের মৃত্যু বিদেশি শক্তিকে আ.লীগ এবার বিভ্রান্তি করতে পারবে না : মঈন খান

রাত পোহালেই কোনাবাড়ী আ.লীগের সম্মেলন, উৎসবের আমেজ

মোখলেছুর রহমান | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২১৭ বার

মোখলেছুর রহমান, নিজস্ব প্রতিবেদক : রাত পহালেই কোনাবাড়ী থানা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘ দুই দশক পর (১৫ অক্টোবর) শনিবার কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন। সম্মেলনকে ঘিরে এলাকা সেজেছে নতুন সাজে। আ.লীগের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ।

সম্মেলনে তৃণমূল নেতাকর্মীরা দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তরুণ নেতৃত্বকেই চাইছেন। সম্মেলনের মাধ্যমে নতুন দুটি পদের জন্য প্রতিদন্ধীতায় রয়েছেন ত্যাগী নেতাসহ নতুন মুখ। এই সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে নবীন প্রবীন মিলে প্রায় ডজন খানেক প্রার্থী হয়েছেন।

এবার কোনাবাড়ী থানা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি প্রার্থী হয়েছেন সাবেক কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শরবেশ আলী, গাজীপুর মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী এবং মহানগর আওয়ামীলীগের সদস্য আব্দুর রহমান মাষ্টার।

সাধারণ সম্পাদক প্রার্থীরা হয়েছেন,গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য ও সাবেক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খলিলুর রহমান এম এ,সাবেক কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ১০ নং ওয়ার্ড আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাসউদ্দীন খোকন,

সাবেক কোনাবাড়ী আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মিয়া, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, রাকিব হাসান, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা আশরাফুল আলম হিরা,সাবেক কোনাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মোল্লা।

সর্বশেষ সাবেক কোনাবাড়ী ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্টিত হয়েছিলো ২০০৩ সালে।

দলীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে ১৫ অক্টোবর সকাল দশটায় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন গাজীপুর মহানগর আ.লীগের সভাপতি এ্যাড.আজম উল্লাহ খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড.আ.ক.ম মোজাম্মেল হক (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম.পি, বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এম.পি,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী।

এছাড়াও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও গাজীপুর মহানগর আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আসাদ উল্লাহর সভাপতিত্বে আরো উপস্থিত থাকবেন গাজীপুর মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ্ মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, সম্মেলনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরো বলেন, সম্মেলনকে সামনে রেখে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT