আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা।উপজেলা পরিষদের সভাকক্ষে আজ বৃহস্পতিবার বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অংশ নেন বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃজলিল, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, সাবেক সভাপতি মোশাররফ হোসেন নিলু,সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ-সভাপতি মোঃ সপ্বন মাহমুদ, যুগ্ম সম্পাদক মোঃ মকবুল হাসান রজনী, সাংগঠনিক সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম ভূইয়া মাসুম, অর্থ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রমজান আলী জুয়েল, দপ্তর সম্পাদক মোঃ আলী হোসেন’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আয়েশা জান্নাত তাহেরা, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রথম কর্মস্থল বেলাব উপজেলা, তিনি ৩৩ তম বিসিএস ক্যাডার, ২০১৪-২০১৭ সাল পর্যন্ত ছিলেন সহকারী কমিশনার হিসেবে নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ে, ২০১৭-২০১৯ পর্যন্ত টাঙ্গাইল জেলার সখীপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি বেশ কিছুদিন মেডিক্যাল লিভে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে ছিলেন। ২০২০ সালে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন।