1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়, ঘোড়াশালে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২১৩ বার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজতে নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের কন্টোলরুম পরিদর্শন করতে যান।

দীর্ঘ তিন ঘন্টা বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মেশিনারি পরিক্ষা নীরিক্ষা শেষে বিকাল সাড়ে তিনটায় সেখান থেকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের উদ্দ্যেশে রওনা দেন তারা।

এসময় তদন্ত কমিটির প্রধান পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরী জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে দেশের কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার কন্টোলরুমগুলো পরিক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সবগুলো পরিক্ষা নীরিক্ষা শেষে কি কারণে বিপর্যয় দেখা দেয় তা জানা যাবে।

এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ঘোড়াশালে ৫ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ইউনিটটি চালু করতে কাজ চলছে বলে জানান প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম।

পরিদর্শনের সময় পিজিসিবির নির্বাহী পরিচালকের সাথে পিজিসিবির পরামর্শক শামছুর জোহা, নির্বাহী প্রকৌশলী আরেফিন সিদ্দিক ও সাইদুল ইসলামসহ তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT