দল থেকে বহিস্কার হলেন ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়ে গণপিটুনি খাওয়া যুবলীগ নেতা। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ প্রেসিক্লাব সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুবলীগের স্থানীয় নেতারা।
বহিস্কৃত হবীবুল্লাহ হাবীব পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তবে যুবলীগ নেতারা বলছেন হাবীব যুবলীগের সদস্য ছিলেন। তিনি পৌর শহরের ওয়াগাঁও মহল্লার জবাইদুরের ছেলে।
এর আগে রবিবার দুপরে পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে ছাগল চুরি করতে গিয়ে ধরা খান হাবীব সহ তিনজন। এসময় তাদেরকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ছাগল মালিকের কন্যা সুমাইয়া জানান, মহেশপুরের একটি আম বাগান থেকে তাদের একটি ছাগল মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল ওই দুই যুবক। এসময় প্রতিবেশীর এক ভাইসহ তিনি মোটরসাইকেলে করে পিছন থেকে তাদের ধাওয়া করেন এবং নেকমরদ বাজার এলাকায় জনতার সহায়তায় তাদের ফেলেন। পরে স্থানীয়রা তাদের গণপিটুনি দেয়। গণপিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।