মোঃ আশাদউল্লাহ মনা : “সময়ের অঙ্গীকার কন্যাশিশুর অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কন্যা দিবস উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ।