1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন নরসিংদীর বেলাবতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত বেলাব উপজেলা বিএনপি আহবায়কের সঙ্গে আমান উল্লাহ আমানের শুভেচ্ছা বিনিময় আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন, এ কথা শুনতে চায় না বিএনপি নরসিংদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা, ক্রেতাদের নাভিশ্বাস শিবপুরে এসএসসি পরীক্ষায় তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির কৃতিত্ব দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শতভাগ জিপিএ ৫ পেয়ে দেশসেরা নরসিংদীর এনকেএম স্কুল

পলাশে ঘুম থেকে উঠে ছেলের গলাকাটা লাশ পেল বাবা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৩২০ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে হাত-মুখ বাঁধা অবস্থায় মনির হোসেন (৪০) নামে এক দিন মুজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে পলাশের গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত মনির হোসেন নরসিংহাচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মনির হোসেনের মুঠোফোনে কে বা কারা কল করে। এরপর তিনি স্ত্রী কোহিনুর বেগমের ওড়না কাঁদে নিয়ে ঘর থেকে বের হয়ে যান। পরে রাতে তিনি আর ঘরে ফিরে আসেননি।

আজ শনিবার ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হন মনির হোসেনের বাবা জামাল উদ্দিন। এসময় নিজ বাড়ির উঠানেই ঘরের দরজার সামনে ছেলে মনির হোসেনের হাত-পা ও মুখ বাঁধা গলাকাটা লাশ দেখতে পান তিনি। পরে নিহতের বাবা জামালউদ্দিনের চিৎকারে বাড়ির আশে পাশের মানুষজন ছুটে এসে পুলিশকে খবর দেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, রাতের আধাঁরে দিনমজুর মনির হোসেনকে গলা কেটে হত্যা করার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা রাতে ফোন করে মনির হোসেনকে ঘর থেকে বের করে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খুবই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পলাশ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT