সুজন বর্মণ, নরসিংদী : নরসিংদীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জন্মদিন আনন্দ ঘন পরিবেশে পালন করেছে সদর থানা ছাত্রলীগ। বুধবার সকালে নরসিংদী পৌরপার্কে কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পরে পৌরপার্কে বৃক্ষরোপন ও সদর থানা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালি বের করা হয়।
নরসিংদী সদর থানা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমির সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর থানা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন, সাবেক আহবায়ক কাজী মামুন, সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েত সরকার, সহসভাপতি স্বজন দত্ত, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক রাকিব হাসান সহ প্রমুখ।
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। নরসিংদী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে।