সিয়াম সরকার : প্রথম বারের মতো নরসিংদীর পলাশ উপজেলায় ৪০০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে পলাশ উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব স্বাক্ষরিত এসব ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেয়া হয়।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী পিএএ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বীর মুক্তিযোদ্ধাগণদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা
কমান্ডার মোজাম্মেল হক মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।