মোঃ আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) এর সামাজিক প্রচার কর্মসূচী ও উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ে অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বুদ্ধকরণ র্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি।
সেইপ এর “প্রশিক্ষণ নিলে সহজেই ভালো চাকরি মেলে” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, সাংবাদিক ও এনজিও কর্মীসহ ৩২ জন সদস্য অংশগ্রহণ করে।