ডেস্ক রিপোর্ট : ভারী বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের সুনামগঞ্জে নদ-নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আগে থেকেই যে সব এলাকা বানের জলে ডুবে ছিল, সেখানকার বাসিন্দাদের দুর্ভোগ আরো বেড়েছে।
বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে ভুগছেন পানিবন্দি মানুষ। বাড়ছে পানিবাহিত রোগবালাই। প্রশাসনের তথ্য মতে, জেলার ১২ উপজেলাতেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ উপজেলা দোয়াবাজারে ত্রাণ তৎপরতা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া বন্যা কবলিত বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।