নরসিংদীতে মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম (৩৯) কে আটক করেছে র্যাব-১১। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন।
এর আগে শনিবার বিকেলে র্যাব-১১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবদীর আলগী মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী মায়াকে আটক করে।
এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত মায়া মাধবদীর আলগী মনোহরপুর গ্রামের জুবায়ের হোসেন এর স্ত্রী।
মায়া ২০১৩ সাল থেকে মাদক কারবারে জড়িত থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোয়ার বাইরে ছিলেন বলেও র্যাব জানায়। তার বিরুদ্ধে মাদক মামলার ওয়ারেন্ট ছিল। তাকে আটকের পর মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।