1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী ডায়াবেটিক সমিতির নতুন সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত রায়পুরায় ব্যতিক্রমী উদ্যোগ, নদী দূষণ রোধে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত শিক্ষার ক্ষেত্রে কোন প্রকার কম্প্রমাইজ বা দলীয় করণ করার সুযোগ নেই: খোকন নরসিংদীতে রাতে স্ত্রী ও দিনে স্বামীর মরদেহ উদ্ধার মারা গেলেন নরসিংদীর প্রবীণ সাংবাদিক আবু তাহের নরসিংদীতে কাফনের কাপড় বেধে পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ফয়জুল করীমকে বরিশাল সিটির মেয়র ঘোষণা করতে আদালতে মামলা নরসিংদীতে রোগী ও স্বজনদের ওপর এক হাসপাতাল কর্তৃপক্ষের হামলা শিবপুরে অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতির আশংকা নরসিংদীর রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে নিহত ১

রায়পুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হ’ত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ বার

নরসিংদীর রায়পুরায় শশুরবাড়ি থেকে আর্জিনা আক্তার (১৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহেশপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ রায়পুরার আশ্রারাপুর গ্রামের জালাল মিয়ার মেয়ে ও মহেশপুর এলাকার জীবন মিয়ার স্ত্রী।

নিহত গৃহবধূর বাবা জালাল মিয়া জানান, স্বামীর মারধরে আমার মেয়ের মৃত্যু হয়েছে। পরে তাকে রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর থেকে আমার মেয়ের স্বামীসহ পরিবার বাকী সদস্যরা আত্মগোপন চলে গেছেন।

জানা যায়, আরজিনা ও জীবনের প্রেমের সম্পর্ক ছিল। পরে গত বছর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল জীবন। এ নিয়ে থানায় জীবনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরিও করে আরজিনার পরিবার। তবুও নির্যাতন থেমে থাকেনি।

শনিবার বিকেলে আরজিনার মা মেয়েকে আনতে গেলে জীবন শাশুড়িকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। এরপর স্ত্রীকে মারধর করেন। রাতে রাতে আরজিনা মারা গেলে স্বজনরা সংবাদ পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো আরজিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পাইনি। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর ওই গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT