1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
খোকা : আমীর হামজা (রাসকিন আহমেদ জুয়েল) নরসিংদীর রায়পুরায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২  বেলাবতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় গর্ভবতী মায়ের অপুষ্টিতে ভোগা শিশুর মেধা বিকাশে অন্তরায় তেমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সফলতায়ও : আমির হামজা মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ, আহত ২৫ পলাশে শিশু হত্যার অভিযোগে যুবকের যাবজ্জীবন ত্যাগী নেতা মাসুদ রানাকে আগামীদিনে মূল্যায়ন করবে বেলাব উপজেলাবাসী পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে শিক্ষার্থীও বিএনপির সংঘর্ষ, আহত ২০ পলাশে কীটনাশকের দোকানে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি নরসিংদীর নতুন সিভিল সার্জন ডা. আমিরুল হক

রায়পুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হ’ত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৫ বার

নরসিংদীর রায়পুরায় শশুরবাড়ি থেকে আর্জিনা আক্তার (১৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহেশপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ রায়পুরার আশ্রারাপুর গ্রামের জালাল মিয়ার মেয়ে ও মহেশপুর এলাকার জীবন মিয়ার স্ত্রী।

নিহত গৃহবধূর বাবা জালাল মিয়া জানান, স্বামীর মারধরে আমার মেয়ের মৃত্যু হয়েছে। পরে তাকে রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর থেকে আমার মেয়ের স্বামীসহ পরিবার বাকী সদস্যরা আত্মগোপন চলে গেছেন।

জানা যায়, আরজিনা ও জীবনের প্রেমের সম্পর্ক ছিল। পরে গত বছর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল জীবন। এ নিয়ে থানায় জীবনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরিও করে আরজিনার পরিবার। তবুও নির্যাতন থেমে থাকেনি।

শনিবার বিকেলে আরজিনার মা মেয়েকে আনতে গেলে জীবন শাশুড়িকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। এরপর স্ত্রীকে মারধর করেন। রাতে রাতে আরজিনা মারা গেলে স্বজনরা সংবাদ পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো আরজিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পাইনি। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর ওই গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT