সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে এক র্যালি উপজেলা চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু নাদির এস এ সিদ্দিকী, গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী প্রমুখ।