1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খায়রুল কবির নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় বেলাবতে আনন্দ মিছিল নির্বাচন এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে: মনোহরদীতে বিএনপি নেতা জুয়েল নরসিংদী জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে বেলাবতে আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত মনোহরদীতে ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় কৃষকের মৃত্যু নরসিংদীতে হত্যা ও যাবজ্জীবন সাজার ২ আসামি গ্রেপ্তার নারী কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে হেফাজতের বিক্ষোভ মিছিল অসুস্থ শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করলেন ঢাবি’র ছাত্রদল নেতা বাইজিদ নরসিংদীতে সাংবাদিক আবু তাহের এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শিবপুরে আ.লীগের শাসনামলে মামলা ও নির্যাতনের শিকার বিএনপির ত্যাগী নেতা অহিদ মেম্বার ‘প্রতিবন্ধীদেরও সমাজে মাথা উচু করে দাড়ানোর অধিকার আছে’ – ইউএনও মাসুদ রানা

মসজিদে জমি দান করায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলেরা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৯ বার

মসজিদে জমি দান করায় হাতুড়ি দিয়ে পিটিয়ে বৃদ্ধ বাবাকে হত্যার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। এ ঘটনায় এক ছেলে ও ছেলের বউসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগির জাগির ইউনিয়নের চর উকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্মম হত্যা’র শিকার পিতার নাম আরশাদ আলী (৭৫)। মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার এ তথ্য জানান।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত আরশাদ আলীর প্রথম স্ত্রী মারা যায় প্রায় ৭ বছর আগে। সাত মাস আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকেই প্রথম স্ত্রীর সন্তানরা তাকে জমি লিখে দেয়ার জন্য চাপ দিচ্ছিলেন। সম্প্রতি তিনি স্থানীয় মসজিদে ১০ শতাংশ জমি দান করেন। এ নিয়ে ছেলেরা তার ওপর ক্ষুব্ধ হন।

এরই জের ধরে রবিবার সকালে বড় ছেলে খবির হোসেন, তার স্ত্রী ছাহেরা বেগম, ছোট ছেলে খোরশেদ আলী, স্ত্রী রুমা আক্তার এবং তাদের সন্তানরা আরশাদ আলীর সাথে ঝগড়ায় লিপ্ত হন। তারা এক পর্যায়ে হাতুড়ি দিয়ে আরশাদ আলীর মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বড় ছেলে খবির হোসেনের বাড়ির সামনে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আব্দুর রউফ সরদার।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT