1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে সংস্কার ছাড়া নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে: মুফতি ফয়জুল করীম নরসিংদীতে স্বৈরাচার হাসিনার ফাঁসির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল দালালের খপ্পরে রাশিয়ায় গিয়ে মৃত্যুর মুখে পলাশের যুবক, ফিরিয়ে আনার আকুতি শাহাবাগে শিক্ষকদের অবরোধে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রায়পুরায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর জাতীয় নাগরিক কমিটির পলাশ রাইজিং মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবপুরের ৪নং কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বিএনপি নেতা সুলতান উদ্দিন মোল্লার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : মঈন খান নরসিংদীর বেলাবতে শিশুদের জন্য ফ্রী হৃদরোগ সেবা প্রদান

নরসিংদীতে মসজিদের উন্নয়নে ২২ কি:মি: সাঁতার দিল বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ বার

নরসিংদীর রায়পুরায় মো: শহিদুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধ মসজিদের উন্নয়ন কাজ ও তহবিল সংগ্রহে সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছেন। আজ শনিবার সকালে রায়পুরার আড়িয়াল খাঁ-মেঘনা নদীতে একটানা সাড়ে ২২ কিলোমিটার সাঁতারের রেকর্ড করেছেন। সাঁতারে সময় নিয়েছেন ৫ ঘণ্টা ৩৫ মিনিট।

শহিদুল ইসলাম রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দঁড়ি বালুয়াকান্দি গ্রামের হাজী দানিছ আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক। স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো: আল আমিন ও স্থানীয়রা এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেন।

আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে উপজেলার আড়িয়াল খাঁ নদীর আদিয়াবাদ সরকারি কলেজ ঘাট থেকে সাঁতার কাটা শুরু করেন শহিদুল ইসলাম। মেঘনা নদী দিয়ে বেলা ২ টা ২০ মিনিটে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন ঘাটে এসে পৌঁছান। এই দুই ঘাটের দূরত্ব সাড়ে ২২ কিলোমিটার সাঁতরে পার হতে তাঁর মোট সময় লেগেছে ৫ ঘণ্টা ৩৫ মিনিট।

এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আল-মোমেন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর হাজী আব্দুল মোমেন। তিনি সাঁতারু শহিদুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন এবং মসজিদ করার জন্য ২০ হাজার টাকা উপহার দিবেন বলেও ঘোষণা দেন ।

এর আগে প্রতিযোগিতার খবর শোনে সকাল থেকে সাঁতার উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ নদীর তীরে জড়ো হন। তাঁকে একনজর দেখতে ছোট-বড় নৌকা, স্পিডবোট ও নদী পারে কয়েক হাজার উৎসুক জনতার পুরো সময় নদী পাড়ে ভিড় জমান। মানুষের ভিড়ে নদীর তীরে পা ফেলার জায়গা ছিল না। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে এ সাঁতার সম্পন্ন হয়। স্থানীয় সেচ্ছাসেবীরা এ কাজে উৎসাহ দিতে অনেকেই তার সাথে সাঁতারে নেমে পরেন।

সাঁতার দেখতে আসা অনেকেই ছোট বড় নৌকা নিয়ে শহিদুল ইসলামের সাঁতারের সঙ্গে সঙ্গে সাহস দিতে আগোতে থাকেন। সাঁতরে নাগরিয়াকান্দি এলাকায় তীরে ওঠার পর দর্শনার্থীদের ভালোবাসায় সিক্ত হন শহিদুল ইসলাম। এ সময় ঘাটে হাজার হাজার মানুষ তাকে অভিবাদন জানায় এবং ফুল দিয়ে অভিনন্দন জানান। পাশাপাশি অনেকে মসজিদ নির্মাণের ব্যয়ের অর্থ সহযোগিতার আশ্বাস দেয়।

এম আর রহমান, এস এম শরীফ, আ. করিমসহ কয়েকজন জানান, শহিদুল ইসলামের মেঘনা নদীতে সাঁতারের কথা শুনেই তাঁরা ছুটে এসেছেন। এর আগেও তাঁর সাঁতারে সবাই আনন্দ উদযাপন করে ছিল। এই বয়সে এসেও মসজিদ নির্মাণের তহবিল সংগ্রহে নিজেকে বিলিয়ে দেয়ায় অন্য নজির গড়েছে।

এস এম শরীফ বলেন, ‘আমরা চাই তাঁর এমন কৃতিত্বের জন্য সারা বিশ্বের মানুষ তাঁকে মনে রাখবে। এমন বয়সে তাঁর এই সাফল্যের রায়পুরাবাসী গর্বিত।’

প্রসঙ্গত, এর আগেও উপজেলার পল্লি চিকিৎসক বকুল ৪০ কিলোমিটার সাঁতরে রেকর্ড করেন। তার পরে দ্বিতীয় ব্যক্তি হিসেবে দুই দুইবার রেকর্ড করেন ৬৫ বছরের এই বৃদ্ধ কৃষক। গত বছর ১৩ সেপ্টেম্বর তিনি মেঘনা নদীতে ১৮ কিলোমিটার সাঁতরে ৪ ঘন্টা সময় নেন। তাকে উৎসাহ দিতে স্থানীয়রা ১ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। যার পুরো টাকা মসজিদের নির্মাণ কাজে ব্যয় করেন।

অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে ধনী দানশীল ব্যাক্তিদের দৃষ্টি কামনা করে সহযোগিতা চেয়ে আজও এমন একটি সাঁতারে অংশ নেন শহিদুল ইসলাম।

শহিদুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সাঁতার কাটি বলে এখনো সুস্থ জীবন যাপন করে যাচ্ছি। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় মসজিদ নির্মাণের ইচ্ছা ছিল। নিজ গ্রামে হাজি বাড়ি জামে মসজিদ নির্মাণে জমিসহ বিভিন্ন সহযোগিতা করেছি। গতবছরের সাঁতারের সংগ্রহীত অর্থ দান করেছি। আরও ৪ টন রড সহ আনুষঙ্গিক কাজ অসমাপ্ত।

আজকের প্রাপ্ত পুরো টাকাটা মসজিদ নির্মাণকাজে ব্যয় করব। এ কাজে দানশীল ব্যক্তিদের সহযোগিতা চাই। আমি নিজ উদ্যোগে এই কাজ করে যাচ্ছি। সাঁতারে সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে আরও বহুদূর এগিয়ে যেতে পারব।’

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT