আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী বেলাব উপজেলার নারায়ণগ্রামের বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ বাবর আলী মাস্টার (৯২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকাল ১১টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ বাবর আলী মাস্টার।
বুধবার (২৯ জুন) বুধবার বেলা ৬টায় বেলাব উপজেলার নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাবর আলী মাস্টার বীর ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নরসিংদীর পূর্বাঞ্চলে অবিসংবাদিত কৃষক নেতা, নরসিংদী জেলা কৃষক লীগের সাবেক সফল সভাপতি। এছাড়াও তিনি সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখেছিলেন।