1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এটিএম বুথের ভিতরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আসামি গ্রেপ্তার পলাশে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোর, ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে দেশ হারালো এক বলিষ্ঠ দেশ প্রেমিককে : মঈন খান শিবপুরের শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূলহোতা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার নরসিংদীতে ব্রিজ থেকে লাফ দিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোর পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু

শিবপুরে ভুয়া ওয়ারিশ সনদে জমি আত্মসাতের চেষ্টা

শেখ মানিক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৯ বার

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে ভুয়া ওয়ারিশ সনদে বৈধ ওয়ারিশ সনদ থেকে একজনের নাম বাদ দিয়ে জমি আত্মসাতের চেষ্টা করছে একটি জালিয়াত চক্র। ভুয়া ওয়ারিশ সনদে সম্পত্তি আত্মসাতে জড়িত অভিযোগ উপজেলার চক্রধা ইউনিয়নের বাডৈগাও গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম ভূঁইয়া নয়নের বিরুদ্ধে।

ভূয়া ওয়ারিশ সনদ দিয়ে ভূমি অফিস থেকে নামজারি করিয়ে নেয় সে। এতে প্রকৃত জমি মালিক রয়েছেন জমি হারানোর শঙ্কায়। অভিযোগ মৃত মুক্তারা বেগমের ছেলে হ্নদয়ের। প্রতারণা চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলেও তিনি জানান।

অভিযুক্ত ইব্রাহিম ভূঁইয়া নয়ন জানান, ওয়ারিশ সনদ দিয়ে প্রতারণা করিনি। কে করছে আমার জানা নেই।

চক্রধা ইউনিয়নের বাডৈগাও গ্রামের মৃত আশ্রাব আলী ব্যাপারী ছেলে মৃত বিল্লাত আলী ব্যাপারী মারা যাওয়ার সময় ০১ স্ত্রী, ০৪ পুত্র এবং ০১ কন্যাকে ওয়ারিশ রাখিয়া মারা যান।

ওয়ারিশগণ হলেন স্ত্রী মৃত-হরজান বিবি, পুত্র মৃত- মোঃ সহিদ, পুত্র মোঃ ছিদ্দিকুর, পুত্র মৃত মোঃ ছোলেমান, পুত্র মৃত-মোঃ উসমান, মেয়ে মৃত-মুক্তারা।

ভুয়া ওয়ারিশ সনদে বিল্লাত আলীর মেয়ে মৃত মুক্তারা বেগমের নাম বাদ দিয়ে নামজারি করা হয়েছে বলে জানান, মৃত মুক্তারার ছেলে হ্নদয়। নামজারি নং ১৮৫৬,২০১৬-১৭ইং।
জমির আর এস খতিয়ান ৪৪৩,এস এ খতিয়ান ৬৪২,

এ বিষয়ে চক্রধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেনজির আহমেদ খান বলেন, ইউপি সদস্য ওয়ারিশের বৈধতা যাচাইয় করে অনুমোদন দেওয়ার পরে সনদ দেওয়া হয়। আমার পরিষদ থেকে কোন ভুয়া সনদ দেওয়ার কোন সুযোগ নেই। কেউ যদি কম্পিউটার দিয়ে করে থাকে তাদের বিচার হওয়া দরকার।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT