মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলায় ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাস সমন্বয়কৃত মূল্যে বিক্রয় হচ্ছে কি না তা মনিটরিং করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। (মঙ্গলবার (০৬ জানুয়ারী) মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ আব্দুর রহিম। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।
উপজেলার সোনাকুড়া সিএন্ডবি বাজারে মেসার্স সাইফুল ডিপোতে হোলসেলের ক্ষেত্রে কোনো রশিদ প্রদান না করার কারনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আরেকজন খুচরা ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ইটাখোলা মোড়ে ওমেরা গ্যাসের ডিস্টিবিউটরের গোডাউন যাচাই করা হয়। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ আব্দুর রহিম।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩