সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন , ঘোড়াশাল পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহীন বিন ইউসুফ, পলাশ উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল, পলাশ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম খান , ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ ও ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। শেষে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩