ফারদিন হাসান দিপ্ত, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে মনোরম পরিবেশে যাত্রা শুরু করেছে গ্রিন ভিউ রেস্টুরেন্ট। শুক্রবার (২৪ জুন) গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা-সরকারচর এলাকার রোড কোরালী ব্রিজ সংলগ্ন স্থানে এই গ্রীন ভিউ রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে।
এটি উদ্বোধন করেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও গজারিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী।
গ্রিন ভিউ রেস্টুরেন্টের প্রধান উদ্যোক্তা আল মারুফ বলেন, মনোরম পরিবেশে রেস্টুরেন্ট করতে পেরে আমরা আনন্দিত। প্রাকৃতিক পরিবেশে গ্রামীণ জনপদে রেস্টুরেন্টে আমরা গ্রাহকদের সেবা প্রদানের লক্ষে যাত্রা শুরু করেছি। মনোরম পরিবেশের পাশাপাশি আমরা গ্রাহকদের নিরাপত্তা ও নিশ্চিত করেছি। এখানে কফি, চাইনিজ, হাল্কা নাস্তাসহ সকল কিছুর সু-ব্যাবস্থা রয়েছে। এছাড়াও সবাইকে গ্রিন ভিউ রেস্টুরেন্ট ঘুরে দেখারও আমন্ত্রণ জানান তিনি।