আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার বিভিন্ন ধর্ম ও শ্রেণী পেশার বিশিষ্টজনদের সমন্বয়ে অসাম্প্রদায়িক চেতনা সৃজন ও বৃদ্ধি করার লক্ষে এক সস্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর।
আরও বক্তব্য রাখেন বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি।
আরও উপস্থিত ছিলেন, চর উজিলাব ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট, পাটুলী ইউপি চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামান, বেরাব উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সারোয়ার হোসাইন অপু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক’সহ প্রমুখ।
এছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক, ইমাম, পুরহিত, শিক্ষক ও ছাত্রসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।