মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন ধর্ম ও শ্রেণী পেশার বিশিষ্টজনদের সমন্বয়ে অসাম্প্রদায়িক চেতনা সৃজন ও বৃদ্ধি করার লক্ষে এক সস্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান।
সভাপতির বক্তব্যে ইউএনও জিনিয়া জিন্নাত বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলার সামাজিক সম্প্রীতি রক্ষার এই কমিটিতে যারা অন্তভূক্ত আছেন সকলেই সামাজিক সম্প্রিতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন এবং সকল তথ্য আমাকে জানাবেন, সম্প্রীতি বিনষ্টকারী ব্যাক্তি যেই হোক না কেন তাকে কোন ছাড় দেওয়া হবেনা।
উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান বলেন, কোনো ধর্মেই সাম্প্রদায়িক হিংসামূলক মনোবৃত্তি নেই বলে সকলকেই উপজেলার নিজ নিজ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রিতি বৃদ্ধি করার মানষিক ও সামাজিক চর্চার গুরুত্ব আরোপ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ মোঃ হেলাল উদ্দিন, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, সহ-সভাপতি আজিজুর রহমান খান, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া,
শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আরিফুল হাসান, মাওলানা আব্দুল জলিল, মাওলানা শেখ আব্দুল কাইয়ুম, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী প্রমুখ।
এছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক, ইমাম, পুরহিত, শিক্ষক ও ছাত্রসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।