নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আপন চাচির সাথে পরকীয়ার জেরে হাদিউল মিয়া (২৫) নামে এক প্রেমিকের দুই হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে ওই প্রেমিকের কব্জি কেটে ফেলার অভিযোগ ওঠে তারই ফুফা জালাল মিয়ার বিরুদ্ধে।
এ ঘটনায় আহত যুবক নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়িগাঁও গ্রামের মোরশেদ মিয়ার ছেলে। অভিযুক্ত জালাল মিয়া নোয়াকান্দা গ্রামের আক্কাছ মিয়ার ছেলে। জালাল সম্পর্কে হাদিউলের চাচির দুলাভাই।
জানা যায়, আপন চাচীর সাথে দীর্ঘদিন ধরে হাদিউলের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে হাদিউলের সাথে পরিবারের সদস্যদের দ্বন্দ্ব চলছিল। এমন পরিস্থিতিতে সোমবার (২৭ জুন) সন্ধায় হাদিউলকে চাকরি দেয়ার কথা বলে জালাল মিয়া নিজ বাড়ি নোয়াকান্দা গ্রামে ডেকে নিয়ে আসেন। পরে আজ মঙ্গলবার ভোর চারটার দিকে হাদিউলকে তার বাড়ির পাশে একটি ঝোঁপে নিয়ে যায়। সেখানে তার হাত পা বেঁধে দুই হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেয় জালাল মিয়া।
পরে হাদিউলের চিৎকার শুনে স্থানীয় এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, চাচীর সাথে পরকিয়ার জেরে এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে থানায় এখনো কেউ মামলা করে নি। মামলা দায়ের করার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।