1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবতে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার নরসিংদী সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান দক্ষিণ কোরিয়ায় সাগরে ডুবে বেলাব’র যুবকের মৃত্যু নরসিংদীতে পানিতে পড়েছিল চালকের মরদেহ খোকা : আমীর হামজা (রাসকিন আহমেদ জুয়েল) নরসিংদীর রায়পুরায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২  বেলাবতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় গর্ভবতী মায়ের অপুষ্টিতে ভোগা শিশুর মেধা বিকাশে অন্তরায় তেমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সফলতায়ও : আমির হামজা মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ, আহত ২৫

পলাশে চাচীর সাথে পরকিয়া, হাতের কব্জি কর্তন প্রেমিকের

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৭৬৯ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আপন চাচির সাথে পরকীয়ার জেরে হাদিউল মিয়া (২৫) নামে এক প্রেমিকের দুই হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে ওই প্রেমিকের কব্জি কেটে ফেলার অভিযোগ ওঠে তারই ফুফা জালাল মিয়ার বিরুদ্ধে।

এ ঘটনায় আহত যুবক নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়িগাঁও গ্রামের মোরশেদ মিয়ার ছেলে। অভিযুক্ত জালাল মিয়া নোয়াকান্দা গ্রামের আক্কাছ মিয়ার ছেলে। জালাল সম্পর্কে হাদিউলের চাচির দুলাভাই।

জানা যায়, আপন চাচীর সাথে দীর্ঘদিন ধরে হাদিউলের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে হাদিউলের সাথে পরিবারের সদস্যদের দ্বন্দ্ব চলছিল। এমন পরিস্থিতিতে সোমবার (২৭ জুন) সন্ধায় হাদিউলকে চাকরি দেয়ার কথা বলে জালাল মিয়া নিজ বাড়ি নোয়াকান্দা গ্রামে ডেকে নিয়ে আসেন। পরে আজ মঙ্গলবার ভোর চারটার দিকে হাদিউলকে তার বাড়ির পাশে একটি ঝোঁপে নিয়ে যায়। সেখানে তার হাত পা বেঁধে দুই হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেয় জালাল মিয়া।

পরে হাদিউলের চিৎকার শুনে স্থানীয় এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, চাচীর সাথে পরকিয়ার জেরে এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে থানায় এখনো কেউ মামলা করে নি। মামলা দায়ের করার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT