আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : জন্মদিনে নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত হলেন বেলাব উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ শরিফ উদ্দিন খান মোমেন। উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোসেননগর গ্রামে ৪৬ বছর পূর্বে অর্থাৎ ১৯৭৬ সালে এ সম্ভ্রান্ত খান বংশের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৪৬ বছর পেরিয়ে ৪৭ পা রাখলেন উদিয়মান এ তরুন নেতা।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর ) তাঁর জন্মদিনে সকাল থেকে দলের হাজারও নেতা-কর্মী, সাংবাদিক বন্ধু বান্ধবের ফুলেল শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হন।
জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাতে উপজেলার বেলাব বাজারে অবস্থিত গ্রান্ড নবাব রেষ্টুরেন্ট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাতে হাজির হয়।
নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছায় অভিভূত হন হাজী মোঃ শরিফ উদ্দিন খান মোমেন। এসময় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,যত প্রতিকূল পরিস্থিতিই আসুক না কেন,আজীবন গণমানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব এবং দলকে সুসংগঠিত করতে সকল পর্যায় নেতাকর্মীদের সমন্বয়ে কাজ করে যাব।
পরে আনন্দঘন মূহুর্তে কেক কেটে উপজেলার সকলকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ।