নিজস্ব প্রতিবেদক : “সাহসী হোন, আত্মমর্যাদার সাথে প্রবীণ বয়সকে গ্রহণ করুন” প্রতিপাদ্য বিষয়কে সামনে নরসিংদীর পলাশ উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১৫ জুন) সকালে আইএসআইজিওপি(রিক) প্রকল্পের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা প্রধান সড়ক সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা রিকের সাব ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর মইনুল হকের সঞ্চালনায় এবং পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ এম,ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রিজা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান মিয়া রিকের প্রোগ্রাম অফিসার এ.এস.এম. মুখলেছুর রহমান, রিকের মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান সাব্বির, শারমিন সুলতানা ও আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব এর সদস্যবৃন্দ প্রমুখ।