আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” স্লোগান কে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার উদ্যােগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে আসন্ন সনাতনী ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেই লক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের বেলাব সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা,বিশিষ্ট সমাজ ও শিক্ষানুরাগী মোঃ জাহানুল হক বাবুল, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আলাউদ্দিন আফ্রাদ’সহ বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার নেত্রীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সামাজিক প্রতিরোধ কমিটির নেত্রীবৃন্দ। বক্তাগণ প্রত্যেকে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার প্রতি আহব্বান রাখেন।