1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান

নরসিংদীতে ঈদের সময় নির্বিঘ্নে ঘোরাঘুরির জন্য পুলিশের কঠোর নজরদারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৫৮৭ বার

নিজস্ব প্রতিবেদক : ঈদ উল আযহার উৎসবের আনন্দ উপভোগ করতে সকলেই বাড়ির বাইরে বের হওয়ার জন্য অপেক্ষা করে থাকে। আর এই আনন্দদায়ক মুহূর্তটি নির্বিঘ্নে উপভোগ করতে নরসিংদী জেলা পুলিশ নিয়েছে বিশেষ পদক্ষেপ। জেলার বিভিন্ন জনপ্রিয় বিনোদন স্পট, যেমন ড্রিম হলিডে পার্ক, নাগরিকান্দি, হেরিটেজ রিসোর্ট এবং অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে ঈদের সময় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার আব্দুল হান্নান এর নেতৃত্বে কঠোর নজরদারি ও পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়াও, ঈদ উৎসবের আগে এবং পরে নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে জনগণ নিরাপদে ঈদ উদযাপন করতে পারে। পুলিশ সুপার আব্দুল হান্নান নিয়মিতভাবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট পরিদর্শন করছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঈদে সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, “ঈদ একটি উৎসব, যা সকলের জন্য আনন্দের মুহূর্ত। আমরা চাচ্ছি, নরসিংদীর প্রতিটি নাগরিক ঈদ উদযাপন করবে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপত্তার সাথে। তাই জেলা পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ সদস্যদের নিয়োজিত করা হয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। পাশাপাশি, জনগণের সুবিধার জন্য একাধিক মোবাইল পেট্রোলিং ইউনিটও মোতায়েন করা হয়েছে। এবং ঈদের পূর্বে সড়ক-মহাসড়ক হাটগুলোসহ জেলার বিভিন্ন জায়গায় কঠোর নিরাপত্তার কারণে ঈদ উদযাপন করতে পারছেন নরসিংদী জেলার মানুষ।

তিনি আরও বলেন, “আমরা সবাইকে আহ্বান জানাই যে, যদি কেউ কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হন, তবে যেন দ্রুত পুলিশকে অবহিত করেন। আমাদের মূল লক্ষ্য হলো নরসিংদীকে একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ শহর হিসেবে রেখে ঈদের আনন্দকে সবার কাছে পৌঁছে দেওয়া।”

এ বছর, ঈদের আগে থেকেই জেলা পুলিশ সড়ক নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়েছে। নরসিংদী জেলা পুলিশ সুপারের নির্দেশে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাতে তারা কোনো রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটর করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং মোবাইল পেট্রোল ইউনিটও সরবরাহ করা হয়েছে।

পুলিশ সুপার আব্দুল হান্নান আরও জানান, “পুলিশের পাশাপাশি স্থানীয় কমিউনিটি পুলিশিং ব্যবস্থাও সক্রিয় থাকবে। স্থানীয় জনগণের সহায়তা ছাড়া এককভাবে কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই আমরা সকলে একসাথে কাজ করছি, যাতে ঈদ উপলক্ষে নরসিংদী একটি নিরাপদ এবং আনন্দময় স্থান হয়ে উঠতে পারে।”

নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা, শহরের স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম ও ইব্রাহিম খলিল সহ একাধিক ব্যক্তি বলেন, ঈদের আগ মুহূর্ত জেলা পুলিশ নানান রকম পদক্ষেপ নিয়েছেন জেলা বাসিকে নিরাপদে রাখার জন্য।
নরসিংদী জেলা পুলিশের কঠোর নজরদারি ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার ফলে, ঈদের দিনগুলোতে সাধারণ মানুষের জন্য আরো একধাপ নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা পুলিশ সুপার আব্দুল হান্নানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণ তার প্রশংসা করছেন। ঈদ উৎসব উপলক্ষে একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ নরসিংদী তৈরি করতে পুলিশ সুপার ও তার টিমের অক্লান্ত পরিশ্রম সত্যিই প্রশংসনীয়।নরসিংদীর জনগণ নিরাপত্তা বজায় রেখে ঈদ উৎসবের সঠিক আনন্দ উপভোগ করতে পারবে, এই আশাবাদ ছিল আমাদের সকলের এবং সেটা বাস্তবায়িত হচ্ছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT