আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, বাংলাদেশের সকল অর্জনে জিয়াউর রহমানের অবদান।গনতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ১৭ বছর লড়াই করেছে। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দেশের জনগণের দাবী। সংস্কারের বাহনায় নির্বাচন নিয়ে তালবাহনা কইরেন না। সংস্কারের পক্ষে বিএনপি লিখিত মতামত দিয়েছে। দশমাসে অন্তবর্তীকালীন সরকারের দৃশ্যমান কোন সংস্কারের পদক্ষেপ পাই নাই। নির্বাচনকে সংস্কার বা বিচারের উর্দ্ধে এনে বন্ধ করে রাখা যাবে না। প্রশাসনের উদ্দেশ্য বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ কোন অপকর্ম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
সোমবার (২ জুন) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বারৈচা বাসস্ট্যান্ডে চর উজিলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন,গত ১৭ বছর বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ছিলো না। গনতন্ত্র, আইনি শাসন বলতে কিছুই ছিলো না। এই ১৭ বছর জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা গনতন্ত্র, মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রম করে গেছেন।
বেলাব উপজেলা বিএনপির নেতা ও বারৈচা বাজার সমবায় বণিক সমিতির সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল, নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজল আহমেদ,নারায়ণপুর বাবেয়া মহাবিদ্যালয় সভাপতি মোঃ হারুন-অর-রশিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া,উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ সোহারাব হোসেন, সদস্য সচিব মোস্তুফা মেম্বার, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ মোবারক হোসেন, চর উজিলাব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল মিয়া,সদস্য সচিব মোঃ সিরাজ মিয়া,ছাত্রদলের পাপন মিয়া, মিঠুন’সহ প্রমুখ।