1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

সংস্কারের বাহনায় নির্বাচন নিয়ে তালবাহনা কইরেন না: মনোহরদীতে জুয়েল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪২৭ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, বিএনপি সংস্কার সবার আগে চেয়েছে। এই বৈষম্যবিরোধী, কোটা বিরোধী আন্দোলন সংস্কারের জন্য আন্দোলন হয় নাই। তারপর ও আমরা সংস্কারের সাথে একমত। কিন্তু সংস্কারের বাহনায় নির্বাচন নিয়ে তালবাহনা কইরেন না। সংস্কারের পক্ষে বিএনপি লিখিত মতামত দিয়েছে। দশমাসে অন্তবর্তীকালীন সরকারের দৃশ্যমান কোন সংস্কারের পদক্ষেপ পাই নাই। নির্বাচনকে সংস্কার বা বিচারের উর্দ্ধে এনে বন্ধ করে রাখা যাবে না।

রবিবার (১ জুন) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মনোহরদী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে। মাঠ প্রশাসন একেবারে ভেঙ্গে যাচ্ছে। অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্ঠা যাদের নতুন দলের সাথে সম্পর্ক রয়েছে তাদের এপিএসদের কোটি কোটি টাকার দূর্নীতির কথা শোনা যাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় মব তৈরী করে প্রশাসন খবরদারি করে যা করছ্ েতা বাংলাদেশের মানুষের প্রত্যাশার সাথে যায় না।

তিনি আরো বলেন, স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ছিলো একদম সামনের কাতারে। ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তানি বাহিনী যখন নিরীহ বাঙ্গালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিলো, সেদিন বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার কোন রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলার জন্য খোঁজে পাওয়া যায়নি। উনারা হয় আত্বগোপনে ছিলেন, নয় পালিয়ে গেছিলেন। জাতি তখন দিশেহারা, কিংকতর্ব্য বিমূঢ়, কোন দিক নির্দেশনা পাচ্ছিলো না কি করবে? তখন বাঙ্গালির রাখাল রাজা জিয়াউর রহমান চট্ট্রগ্রামের কালুরঘাটে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। এই ঘোষণার ফলে জাতি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন।

মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি বাছেদ মোল্লা ভূট্টো, মনোহরদী উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম তালুকদার মিল্টন, উপজেলা যুবদল সভাপতি নাদিম মাহমুদ বায়েজীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমরান, সদস্য সচিব মাহফুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিহাব, উপজলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক বাছেদ মেম্বার, পৌর কৃষক দলের আহ্বায়ক কাজল কমিশনার ও সদস্য সচিব হান্নান কমিশনার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ছাত্রদল নেতা সোহেল তানভীর, জাহিদুল ইসলাম রাজনসহ প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT