1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

আওয়ামীলীগের সঙ্গে বিএনপির হুবহু মিল, কাজেও মিল বক্তব্যেও মিল : ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১০১ বার
Oplus_131072

ডেস্ক রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘বিএনপির অনেকের কথাবার্তা ও কাজে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে হুবহু মিল দেখছি। কাজেও মিল, বক্তব্যেও মিল। আওয়ামী লীগ যেভাবে বলত এরা রাজাকার, এরা মৌলবাদী, এরা চরমপন্থী; সেই মুখস্থ বক্তব্য এখন বিএনপির মুখে।’

সোমবার (২৬ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা গয়েশ্বর রায়ের সমালোচনা করে তিনি বলেন, “আমি মনে করি তিনি হলেন ‘র’-এর দালাল। তার কথাবার্তা, শুধু তার কথার্বার্তায় নয়; আমি দেখেছি এখন বিএনপির অনেকের কথাবার্তা ও কাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে হুবহু মিল।”

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে চাঁদাবাজি করত, দুর্নীতি করত আজ দেখছি একটা দল সেই একই কাজ করছে। আমরা দুর্নীতিযুক্ত দেশ দেখতে চাই না, দুর্নীতিমুক্ত দেশ দেখতে চাই। আমরা চাঁদামুক্ত দেশ দেখতে চাই, চাঁদা দেওয়ার জন্য মানুষ এ দেশ স্বাধীন করেনি।’

সতর্ক করে তিনি বলেন, ‘যদি জনগণের সঙ্গে গাদ্দারি করেন, যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, দিল্লির প্রেসক্রিপশন অনুসারে আন্দোলন করেন; তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শিক্ষা দেবে, যে শিক্ষা দুনিয়ার কেউ দেখেনি।’

শায়েখে চরমোনাই বলেন, ‘১৯৯৬ ও ২০২৫ এক সময় নয়, এক অবস্থানও নয়। বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে। তারা নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করতে চায়। তারা দিল্লির গোলামি করতে চায় না। তারা দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায়।’

তিনি বলেন, ‘নৌকা নিয়ে যারা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না। যারা ধানের শীষের নির্বাচন করে তারা ধান কাটতে পারে না। লাঙল নিয়ে যারা নির্বাচন করে তারা জমি চাষাবাদ করতে পারে না। এরা ধোঁকাবাজ।’

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT