1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৩২ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় শিহাব সরকার (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১ টায় শহরের বানিয়াছল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিহাব নরসিংদী শহরের বৌয়াকুর এলাকার আলতাফ সরকারের ছেলে। সে নরসিংদী সদর আসনের সাবেক সংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরুর ভাতিজা ও শহর যুবলীগের সদস্য ছিলেন।

পুলিশ জানায়, শিহাবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামীলীগ সরকারের পতনের পর সে পলাতক ছিলো। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শিহাব বানিয়াছল এলাকায় তার শ^শুর বাড়িতে অবস্থান করছে। পরে সেখানে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, সদর আসনের সাবেক সংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরুর ভাতিজা হওয়ার প্রভাবে আওয়ামীলীগ সরকারের আমলে শিহাব অপরাধ সামাজ্য চালিয়ে গেছে। সে নরসিংদী রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, মাদক বিক্রিসহ একাধিক অপরাধমূলক কাজ করেছে। তার ভয়ে স্টেশনে কেউ কথা বলতে পারতো না। এছাড়া ব্যবসায়ী ও সাধারণ মানুষদের নির্যাতন ও হয়রানীর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান নাঈম বলেন, শিহাবকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। সে বৈষম্য বিরোধী আন্দোলনের ৪টি  হত্যা মামলার এজাহার নামীয় আসামি। এগুলো তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT