1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

ঘোড়াশালের প্রবেশ মুখে সড়কের বেহাল দশা, দুর্ভোগ চরমে

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২০০ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার প্রধান সড়ক ঘোড়াশাল বাইপাস-ঘোড়া চত্বর সড়কটি স্থায়ী সংস্কার না হওয়ায় চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে বড় বড় অসংখ্য গর্ত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও যান চালকদের। মৃত্যু ঝুঁকি নিয়ে এসড়কে চলাচল করতে হচ্ছে তাদের।

এ সড়ক দিয়ে প্রতিদিন সার কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, প্রাণ-আরএফএল, স্যামরি ডায়িং, জুট মিলসহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের গাড়ি চলাচল করে। এ ছাড়া বিভিন্ন হাসপাতাল ও স্কুল-কলেজের যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে। কিন্তু সড়কে বড় বড় গর্ত থাকায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে যানবাহন।

সরেজমিনে দেখা যায়, ঘোড়াশাল বাইপাস-ঘোড়াচত্বর এলাকার প্রায় এক কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে। সামান্য বৃষ্টিতে গর্তে পানি জমে যায়। সড়কের উপরের পিচ উঠে অনেক জায়গায় জমেছে ১ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত কাঁদা। এমন বেহাল দশার সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে কাভার্ডভ্যান, অটোরিকশা, ট্রলি, ট্রাকসহ কয়েক শতাধিক যানবাহন চলাচল করছে। এর ফলে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে এসব যানবাহন।

অটোরিকশা চালক শাহাজাল মিয়া জানান, এখানের এক কিলোমিটার পথ যেতে ৪০ সেকেন্ড সময় লাগার কথা। কিন্তু বড় বড় গর্ত থাকার কারণে চার মিনিট সময় লাগে। অনেক সময় দুর্ঘটনা ঘটে। যাত্রীরাও চরম ভোগান্তির শিকার হয়। আমাদের গাড়ির বেশ ক্ষতি হয়।

আরেক অটোরিকশা চালক মজিবুরর রহমান জানান, এটি সড়ক, নাকি খাল, বোঝাই যায় না। অনেক ভয় নিয়ে সড়ক পার হতেন আগে। এখন বড় গর্ত ও পানি থাকায় এ সড়ক দিয়ে রিকশা নিয়ে যাওয়া যায় না। যাত্রীরা এখন আর এই সড়কে আসতে চায় না। তাই উপার্জনও কমে গেছে।

সড়কের পাশের ব্যবসায়ী আবদুল্লাহ মারুফ বলেন, ‘আমার দোকানের সামনে বড় বড় গর্ত, বৃষ্টি হলে পানি জমে, বৃষ্টি না হলে প্রচুর দুলাবালু উড়ে ও যানবাহনের প্রকট শব্দে সমস্যা হচ্ছে। ক্রেতারা এই সড়ক দিয়ে দোকানে আসছে না। পণ্য বিক্রি কমে গেছে। ব্যবসা টিকিয়ে রাখাই এখন কঠিন হয়ে গেছে।

আলাউদ্দিন নামে এক বৃদ্ধ আক্ষেপ করে বলেন, আগে ফ্যাসিস্ট সরকারে জনপ্রতিনিধিরা উন্নয়নের বুলি উড়াত কিন্তু বাস্তবে গুরুত্বপূর্ণ সড়ক গুলোর সংস্কার করেনি। ৩ বছর ধরে রাস্তাটির বেহাল দশা। মানুষজন অসুস্থ হলে হাসপাতালেও নেয়া যায় না। এখন তো তারা পালিয়েছে। এখন সংস্কার না হলে আর কবে সংস্কার হবে এই রাস্তা?’

শিক্ষার্থী শাওন, রাফসান ও অভিভাবকরা জানান, এ সড়ক দিয়ে কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে। বিভিন্ন স্থানে গর্তে পানি জমে থাকে। আর এ গর্তে জমে থাকা কাদাপানি ছিটকে পড়ে পোশাক নষ্ট হয়। অবস্থা এতই খারাপ যে, হেঁটেও চলা যায় না।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘোড়াশাল পৌর সভার দায়িত্বে থাকা পৌর প্রশাসক মো: আবু বকর সিদ্দিকী একুশে সংবাদকে জানান, সড়কটি সংস্কারের জন্য নরসিংদী প্রশাসনের সমন্বয় সভায় আলোচনা করা হবে।

নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রেজা-ই রাব্বি একুশে সংবাদকে জানান, এই সড়কটি পরিদর্শন করা হয়েছে, খুব শীগ্রই ঠিকাদারের মাধ্যমে সড়কের সংস্কার কাজ শুরু করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT