নরসিংদীর বেলাব প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ দিদার হোসেন পিন্টু ও স্থানীয় লোকজনের সহায়তায় হুইল চেয়ার,গরু ও নগদ ১৫ হাজার ৯০০ টাকা পেল ১৮ বছর বয়সী প্রতিবন্ধী মোঃ রিপন মিয়া। তার পরিবারকে উপহার হিসেবে এইগুলো বাড়িতে গিয়ে পরিবারের হাতে দেওয়া হয়।
প্রতিবন্ধী মোঃ রিপন মিয়ার বাড়ি বেলাব উপজেলার বেলাব ইউনিয়নের টেকপাড়া গ্রামে। অভাবের সংসারে কষ্টের মধ্য দিয়ে চলাচল করে অবশেষে এসব সহায়তা পেয়ে মোঃ রিপন মিয়া সহ পরিবারের সবাই খুশি। মঙ্গলবার (২৩ আগষ্ট) সকালে উপজেলা বেলাব ইউনিয়নের টেকপাড়া গ্রামে প্রতিবন্ধী মোঃ রিপনের বাড়িতে গিয়ে এসব বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন বেলাব থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহমেদ, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল, সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম হানিফ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মকবুল হাসান রজনী, দপ্তর সম্পাদক মোঃ আলী হোসেন, সদস্য মোঃ রুমেল আফ্রাদ রুবেল, মোঃ আলমগীর পাঠান’সহ প্রমুখ।
কপিরাইট নরসিংদীর কন্ঠস্বর/নিউজ.আ.পাঠান/স.সা.হো/