নিজস্ব প্রতিবেদক : ২০১৩ সালে ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর মধ্যে নরসিংদী জেলার ৪ জন রয়েছেন।
নরসিংদীর নিহত ৪ জনের মধ্যে রয়েছে নরসিংদী সদরের বকুলতলা গ্রামের আব্দুল বাছেদের ছেলে হাফেজ মো: মাহমুদুল হাসান জুবায়ের (২০), রায়পুরা উপজেলার উত্তর বাখরনগরের মহর আলীর ছেলে মুক্তার মিয়া (১৫), মনোহরদীর উপজেলার দাইরেরপাড় (চক চাটারদী) গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মো: নজরুল ইসলাম (৩০) ও রায়পুরা উপজেলার আদিয়াবাদ মধ্যপাড়া গ্রামের আব্দুর বাতেনের ছেলে আব্দুল হান্না।
নিহতের তালিকাটি প্রাথমিক খসরা এবং এ সংখ্যা যাচাই-বাছাইয়ের পর আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংগঠনটি। রোববার (৪ মে) হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বশীল মুফতি কেফায়েতুল্লাহ আজহারী এই তথ্য জানিয়েছেন। তালিকা চূরান্ত করতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবি তুলে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে হেফাজতে ইসলাম। এতে হাজার হাজার কওমি আলেম শিক্ষার্থী এবং সাধারণ মুসলমান মহাসমাবেশে অংশ নেন।
সেদিন রাত গভীর হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে সরিয়ে দেয় তাদের। অভিযানে ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়। হেফাজতে ইসলামের দাবি, ওইদিন অসংখ্য মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৯৩ জনের নাম প্রকাশ করা হয়েছে এবার।
প্রকাশিত প্রাথমিক তালিকায় নিহতদের নাম, ঠিকানা ও পরিবারের সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দেখা গেছে, নিহতদের অধিকাংশই যুবক ছিলেন।