নিজস্ব প্রতিবেদক : মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিস লিমিটেড এর অন্যতম অংঙ্গ প্রতিষ্ঠান ইউণিক সিমেন্ট ইন্ডাস্ট্রিস লিমিটেড এর ঢালাই স্পেশাল সিমেন্ট এর উদ্যোগে বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
” নিশ্চিন্তে গড়ি নিরাপদ বাড়ি” শ্লোগানে মঙ্গলবার দুপুরে নরসিংদী শহরের অরবিট রেস্টুরেন্ট অনুষ্ঠিত কর্মশালায় নরসিংদী শহরের কিছু সংখ্যক গৃহ মালিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে এ.জি.এম বিদ্যুৎ কুমার বনিক স্থাপনা নির্মাণে অধিক সতর্ক থাকতে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।
ঢালাই স্পেশাল সিমেন্টের সিনিয়র এজিএম (সেলস এন্ড মার্কেটিং) খান জাফর আলতাফ এর সঞ্চালনায় এ সময় ঢালাই স্পেশাল সিমেন্ট এর ম্যানেজার মো: ইমরান হোসেন ইমন। রেডিয়াস এন্টার প্রাইজ স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক , মোতাছিন ভূইয়া, রাজিব কুমার সাহা, আল মামুন, সাইফুল ইসলাম, মামুন, সহ অন্যান্য কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্থাপনা নির্মাণে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ব্যবহারে অধিক সতর্কতা অবলম্বনের উপরে গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া জানানো হয়, ঢালাই স্পেশাল সিমেন্ট দেশের প্রথম আর ক্যাটাগরির (শক্তি দায়ক) সিমেন্ট। এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা ও শক্তি দিয়ে থাকে। ফলে এই সিমেন্ট ব্যবহারে দ্রুততম সময়ের মধ্যে স্থাপনা নির্মাণ করা যায়, এতে সময় সাশ্রয়ী হয়ে থাকে।