এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি চুম্বক ড্রেজার জব্দ করেছে গ্রামের স্থানীয় জনতা। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো ধরনের সরকারি অনুমতি বা লাইসেন্স ছাড়াই চুম্বক ড্রেজার বসিয়ে প্রাকৃতিক পরিবেশ ও নদীর স্বাভাবিক গতিপথ ধ্বংস করে অবাধে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে নিলক্ষা ইউনিয়নের গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে সকালে নদী থেকে ড্রেজারটি জব্দ করে। এই ঘটনায় ড্রেজারে থাকা চারজনকে আটক করেছে গ্রামবাসি।
রায়পুরার উপজেলার নিলক্ষা ইউনিয়নের ৭ নং ইউপি সদস্য মো. নাজিম উদ্দীন সরকার সাংবাদিকদের বলেন, প্রশাসনের নজরদারি না থাকায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। এ ধরণের কর্মকাণ্ড চলতে থাকলে পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি নদীভাঙন ও কৃষিজমি হুমকির মুখে পড়ছে। আজকে নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করার সময় এলাকাবাসি তাদের আটক করে। এই ঘটনায় প্রশাসনকে জানানো হয়েছে।
রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “চুম্বক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার আটক করেছে এলাকাবাসী। চেয়ারম্যানের সাথে কথা হয়েছে এবং ড্রেজারটি আটক রাখার নির্দেশ দেয়া হয়েছে। যেহেতু আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি নাই সেহেতু আমরা মামলা করতে পারবো না। এ ঘটনায় ড্রেজারের মালিকের বিরুদ্ধে রায়পুরা থানায় এলাকাবাসিকে মামলা দায়ের পরামর্শ দেয়া হয়েছে। আজ দুপুর পর্যন্ত ড্রেজারের মালিক পক্ষের কেউ যোগাযোগ করে নি। তবে আমরা শুনতে পেরেছি ড্রেজারটি সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের কাইয়ূম মিয়ার। এই ঘটনায় আমাদের আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।