1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০

রায়পুরায় অবৈধভাবে বালু উত্তোলনের চুম্বক ড্রেজার জব্দ করেছে স্থানীয় জনতা

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৮৬ বার

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি চুম্বক ড্রেজার জব্দ করেছে গ্রামের স্থানীয় জনতা। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো ধরনের সরকারি অনুমতি বা লাইসেন্স ছাড়াই চুম্বক ড্রেজার বসিয়ে প্রাকৃতিক পরিবেশ ও নদীর স্বাভাবিক গতিপথ ধ্বংস করে অবাধে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে নিলক্ষা ইউনিয়নের গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে সকালে নদী থেকে ড্রেজারটি জব্দ করে। এই ঘটনায় ড্রেজারে থাকা চারজনকে আটক করেছে গ্রামবাসি।

রায়পুরার উপজেলার নিলক্ষা ইউনিয়নের ৭ নং ইউপি সদস্য মো. নাজিম উদ্দীন সরকার সাংবাদিকদের বলেন, প্রশাসনের নজরদারি না থাকায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। এ ধরণের কর্মকাণ্ড চলতে থাকলে পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি নদীভাঙন ও কৃষিজমি হুমকির মুখে পড়ছে। আজকে নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করার সময় এলাকাবাসি তাদের আটক করে। এই ঘটনায় প্রশাসনকে জানানো হয়েছে।

রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “চুম্বক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার আটক করেছে এলাকাবাসী। চেয়ারম্যানের সাথে কথা হয়েছে এবং ড্রেজারটি আটক রাখার নির্দেশ দেয়া হয়েছে। যেহেতু আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি নাই সেহেতু আমরা মামলা করতে পারবো না। এ ঘটনায় ড্রেজারের মালিকের বিরুদ্ধে রায়পুরা থানায় এলাকাবাসিকে মামলা দায়ের পরামর্শ দেয়া হয়েছে। আজ দুপুর পর্যন্ত ড্রেজারের মালিক পক্ষের কেউ যোগাযোগ করে নি। তবে আমরা শুনতে পেরেছি ড্রেজারটি সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের কাইয়ূম মিয়ার। এই ঘটনায় আমাদের আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT