1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান

ঘোড়াশালে কৃষ্ণচূড়া নজড় কাড়ছে প্রকৃতিপ্রেমীদের

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৮৬ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : একটি সময় যেখানে ঝোপজঙ্গলের কারণে প্রকৃতি প্রেমীদের দৃষ্টি আটকে যেতো সেই স্থানে এখন ফুলের সৌন্দর্যে তাদের নজর কাড়ে। নরসিংদীর পলাশের প্রাণকেন্দ্র ঘোড়াশাল ঘোড়া চত্বরের সামনে রেলওয়ে স্টেশনের পাড় জুড়ে রয়েছে অসংখ্য ফুল গাছ।

এসব গাছের মধ্যে বৈশাখের খরাদীর্ণ আকাশের নিচে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়ার গাছগুলোতে অসংখ্য ফুল ফুটেছে। দূর থেকে দেখলে মনে হয়, বৈশাখের রোদ্দুরের সবটুকু উত্তাপ গায়ে মেখে নিয়েছে। রক্তিম পুস্পরাজি সবুজ চিরল পাতার মাঝে যেন আগুন জ্বলছে। গ্রীস্মের ঘামঝড়া দুপুরে কৃষ্ণচূড়ার ছায়া যেন প্রশান্তি এনে দেয় অবসন্ন পথিকের মনে।

তারেক নামে একজন ট্রেন যাত্রী জানান, ঘোড়াশাল ঘোড়া চত্বর ও রেলস্টেশন হয়ে প্রায় চার শতাধিক ট্রেন যাত্রী প্রতিদিন যাতায়াত করে। এখানে আসার পর কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো আমাদের নজরকাড়ে। কৃষ্ণ চূড়ার গাছের থোকায় থোকায় ফুল ফুটেছে। দূর থেকে মনে হয় ময়ূর তার রাঙা পেখম মেলে ধরেছে প্রকৃতির মাঝে।

প্রবীণ সাংবাদিক ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সমীর কান্তি দেবনাথ বলেন, প্রকৃতির সৌন্দর্যের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা কাজ করে। কিন্তু পলাশ উপজেলায় বৃক্ষ নিধনের শিকার হয়ে দিন দিন হারিয়ে যেতে বসেছে মনোমুগ্ধকর কৃষ্ণচূড়া গাছ। এরমধ্যে বৈশাখের খরাদীর্ণ আকাশের নিচে ঘোড়াশালের রেলস্টেশনে পাড় জুড়ে কৃষ্ণচূড়ার ফুলগুলো নজর কাড়ছে সবার। তাই তিনি প্রাকৃতিক সৌন্দর্য ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বেশি করে কৃষ্ণচূড়া গাছ লাগানোর আহবান জানান প্রকৃতিপ্রেমীদের।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT