1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০

শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পেল ১৩৫ মেধাবী শিক্ষার্থী

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৯৩ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ১৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির টাকা, সনদ ও ক্রেস্ট সহ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৩ মে) সকালে কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।
উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার রাশিদুল কবির ভূইয়া স্বপন। বিশেষ আলোচক ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন।

সুশিক্ষা ফাউন্ডেশনের সভাপতি ও কেমব্রিজ মডেল স্কুলের অধ্যক্ষ রাজিব হোসেন রাতুল এর সভাপতিত্বে এবংৃসুশিক্ষা ফাউন্ডেশনের সহ সভাপতি কবি মো. আল আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর, নকশিস এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, রাহিমা হক চেতনা বিকাশ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শফিউল আজম, ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম মিয়া, বর্ণমালা আইডিয়াল কলেজের সভাপতি মো.আলমগীর হোসেন, সাহিত্যের বন্ধনের সভাপতি আসাদ সরকার, প্রবাহ মডেল স্কুলের সভাপতি মো. দেলোয়ার হোসেন (দোলন), বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আসাদুজ্জামান (ইয়ামিন)।

সুশিক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম এবং অর্থ বিষয়ক সম্পাদক জেসমিন সুলতানার সার্বিক পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলহাস মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, বাড়ৈআলগী মডেল স্কুলের অধ্যক্ষ ম. হাসান মাহমুদ সুমন, প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মো. মোক্তার হোসেন, বিরাজনগর আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মো. কবির হোসেন, মুনসেফেরচর মডেল স্কুলের প্রধান শিক্ষক মারজিয়া বেগম, ধানসিঁড়ি বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আফজালুল হক, তেলিয়া প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান সেলিম, ঘাগটিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আবুল হোসেন, আক্রাশাল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মো. মোস্তফা কামাল, তেলিপাড়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ইমরান হোসেন, সিরাজ উদ্দিন ভূইয়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র বিশ্বাস, সততা মডেল স্কুলের অধ্যক্ষ মো. আবদুল করিম প্রমূখ।

অনুষ্ঠানে ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৫ জন শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষা বৃত্তি হিসেবে নগদ টাকা, সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। গত বছরের ২৫ ডিসেম্বর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে উপজেলার ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬০ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT