1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে নরসিংদীতে আপ বাংলাদেশের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৫৮ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নরসিংদী জেলার উদ্যোগে আজ শুক্রবার (২ মে) বেলা আড়াইটায় নরসিংদী শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়েছে। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা সমাবেশে ফ্যাসিস্ট ও গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দুই সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে যেই ইন্টেরিম সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কাছেই শহীদদের খুনিদের বিচারের দাবি জানাতে হচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক। আপ বাংলাদেশের সংগঠক ডাঃ জাহিদ হাসান বলেন, আমরা এখনো ইন্টেরিম সরকারকে ভালোবাসি। কিন্তু তারা এখনো আওয়ামীলীগের দাবিতে টালবাহানা করছে। তারা যদি ফ্যাসিস্ট লীগকে নিষিদ্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে তাহলে জুলাই অভ্যুত্থানের ছাত্র-জনতা আরেকটা জুলাই আন্দোলন গড়ে তুলবে।

আপ বাংলাদেশের সংগঠক অ্যাডভোকেট মুন্সী আব্দুল আলীম বলেন, দ্বিতীয় স্বাধীনতার প্রথম মুক্তাঞ্চল হচ্ছে নরসিংদী। নরসিংদীর বিপ্লবী ছাত্র-জনতা বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে বিপ্লবীদের লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে হবে। তিনি সরকারের কাছে গণহত্যার বিচার ও আওয়ামী লীগে নিষিদ্ধের দাবি জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন আপ বাংলাদেশের নরসিংদী জেলা সংগঠক রুহুল আমিন সরকার ফয়সাল, রায়পুরা উপজেলা সংগঠক মেজর ফখরুল, শিবপুর থানা সংগঠক শেখ রাসেল, মাধবদী থানা সংগঠক আহসান জামিল প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন নরসিংদী সদর থানা সংগঠক এইচ এম মহসিন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নরসিংদী শহরের সর্বস্তরের বিপ্লবী ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT