সাখাওয়াত সাকিব : মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ পরিদর্শনে আসেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো: জাহেদুল হক। মঙ্গলবার দুপুরে তাঁকে বরণ করেন কলেজের শিক্ষার্থীরা। কলেজের সার্বিক উন্নতি ও সৌন্দর্য দেখে বেশ আনন্দিত তিনি। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, এস. রহমান ট্রাস্টের অন্যতম সদস্য জনাব মীর আলম মাশুক, প্রভাষক শুভরাজ বণিক, কুতুবউদ্দিন তুষার, নোমান মোহাম্মদ নিজাম উদ্দিন, আজমল হোসেন, আব্দুল বাতেন আবিদ, ফেরদৌস হোসাইন অন্য অন্যরা।
সম্প্রতি জেলা এবং বিভাগীয় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সাকিব খান (নিউজকে) বলেন. আমাদের কলেজ যেমন সুন্দর পরিবেশের দিক দিয়ে, ঠিক তেমনি পড়ালেখায়, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রমেও। তাছাড়া আমাদের কলেজের শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় আজ এপর্যন্ত এসেছে। আগামী আরো বড় পর্যায়ে যাবে আমাদের কলেজ।
কলেজের অধ্যক্ষ জানান একজন শিক্ষার্থীর মেধা বিকাশ এবং আদর্শ মানুষ হওয়ার জন্য আমরা যত্ন নিচ্ছি। আদর্শ ও আধুনিক ক্যাম্পাসে পরিনত হয়েছে আমাদের প্রতিষ্ঠান। আমাদের নিজস্ব ছাত্রাবাস, পরিবহন সহ সকল সুযোগ-সুবিধা রয়েছে। আগামীতে আমাদের প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে প্রত্যাশা করছি।