মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে ৫ দিনব্যাপী ৭৮৬ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই কোর্সের উদ্বোধন করেন উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মো. রুহুল ছগির, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান খানসহ উপজেলা স্কাউটস এর সহকারী কমিশনার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ জন শিক্ষক কোর্সে অংশগ্রহণ করেন।