1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

পলাশে অবৈধ ব্যাটারি কারখানা স্থায়ীভাবে বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৫৫৭ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে অবৈধ ও অনুমোদনহীনভাবে গড়ে উঠা চীনা মালিকানাধীন জিনওয়ান স্টোরেজ নামের একটি ব্যাটারি কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলার ফুলবাড়িয়া গ্রামের এই কারখানায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, পলাশ থানার ওসি মনির হোসেনসহ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রে আব্দুল্লাহ আল মামনু জানান, অবৈধ জিনওয়ান স্টোরেজ ব্যাটারি কারখানা ফুলবাড়িয়ার ফসলি জমিসহ পরিবেশের ব্যাপক ক্ষতি করছে। ২০১৭ সাল থেকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এই কারখানায় ব্যাটারি উৎপাদন করে আসছে প্রতিষ্ঠানটি।
লিড এসিড ব্যাটারি তথা বর্জ্য উৎপাদনকারী কোন কারখানা এই এলাকায় স্থাপন করার কোন আইনগত কোন সুযোগ নেই তাই তাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার আবেদন নামঞ্জুর করা হয়েছে। ক্ষতিকর এই কারখানার বিদ্যৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জেনারেটরের সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, জিনওয়ান স্টোরেজ কারখানার মালামাল সরিয়ে নেওয়া হলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে। পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থ্যা নেওয়ার কথাও তিনি জানান।

উল্লেখ্য, ফুলবাড়িয়ার স্থানীয়রা দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণকারী এবং অবৈধ এই ব্যাটারি কারখানাটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। সর্বশেষ নতুন রাজনৈতিক দল এনসিপিও তাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT