1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান

রায়পুরায় শতবর্ষী বটগাছ তলায় বসেছে বৈশাখী মেলা

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৬১ বার

এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে নরসিংদীর রায়পুরায় প্রতি বছরের ন্যায় এবারও বর্ণিল আয়োজনের সাথে জমজমাট ভাবে উদযাপন করা হয়েছে বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষকে ঘিরে বৈশাখী মেলার এ আয়োজন রায়পুরা উপজেলার সকল বয়সী মানুষের এক চিরায়ত ঐতিহ্য। আনুমানিক একশো বছরেরও বেশি সময় যাবত রায়পুরা পৌর শহরের বটতলী এলাকায় হয়ে আসছে এ মেলা। সনাতনী পুঞ্জ অনুযায়ী পহেলা বৈশাখ এ মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রায়পুরার পৌর এলাকার বটতলী এলাকায় গিয়ে দেখা গেছে একটি বিশালাকৃতির বটগাছের ছায়াতলে জমে উঠেছে এ মেলা। বটতলার মাঠে বিভিন্ন রকমের গ্রামীণ-বৈশাখী পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। নানা রকমের বাঁশি, একতারা, ঢোল, মাটির তৈরী পুতুল, বিভিন্ন পশু পাখির আদলে তৈরী ছোটদের খেলনা, মুড়ি ভাজাসহ বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িত বিভিন্ন সামগ্রী নিয়ে বসেছেন দোকানীরা। শিশুদের মেলা থেকে বিভিন্ন রকম খেলনা কিনতে দেখা যায়।

পাশাপাশি ছোট ছোট ছেলে মেয়েরা শিল্পীদের কাছ থেকে রং তুলির আঁচরে নিজেদের গালে এবং হাতে ‘এসো হে বৈশাখ এসো এসো’ ‘পহেলা বৈশাখ’ ‘শুভ নববর্ষ ১৪৩২’ সহ মেলা সংশ্লিষ্ট নানান কথা লিখছেন।

বটতলার পাশেই নির্মাণ করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা মন্দির, কালি মন্দির ও রাধা কৃষ্ণ মন্দির। মেলার এই দিনে মন্দিরের ভক্তবৃন্দরা সৃষ্টিকর্তার স্মরণে প্রদীপ জ¦ালিয়ে পূজা আর্চনা করেন।

মন্দির কমিটির সাধারন সম্পাদক রঞ্জিত বর্মণ বলেন, পূর্ব পুরুষদের আমল থেকে এখানে মেলার আয়োজন করা হয়ে থাকে। গণেষ পূজার মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়েছে। মেলাকে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষনিক মেলা আয়োজকদের পক্ষ থেকে নজরদারী রাখা হচ্ছে।

রায়পুরা থানা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক নারায়ণ বর্মণ বলেন, প্রাচীনকাল থেকে রায়পুরা বটতলীতে ঐতিহ্যবাহী এ মেলাটি হয়ে আসছে। মেলায় ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরাও আসছেন। ছোট্ট শিশুরা বিভিন্ন মাটির খেলনা কিনার জন্য এখানে আসে। রায়পুরার ২৪ ইউনিয়নের বেশিরভাগই মানুষ এখানে মেলা উপলক্ষে জমায়েত হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT