এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় নৌকায় ঘুরতে গিয়ে ষষ্ঠ শ্রেণির দুই স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনার দুইদিন পর অবশেষে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) মামলা হওয়ার কথাটি নিশ্চিত করেছেন রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ। তিনি জানান, বুধবার রাতে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ নিয়ে আসলে মামলাটি নেওয়া হয়। বৃহস্পতিবার (বেলা ৫টা পর্যন্ত) এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামীকে গ্রেপ্তার করা যায়নি। আসামীদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
এর আগে যোগাযোগ করা হলে ভুক্তভোগী দুই ছাত্রীর বাবা বলেন, আমরা চেয়ারম্যানের কাছে বিচার চেয়েছি, চেয়ারম্যান বলেছেন বিচার করে দেবেন। চেয়ারম্যান যে বিচার করবে আমি তাই মেনে নেব। আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, থানা পুলিশ করার মতো সামর্থ্য আমার নেই। আমরা বিচারের অপেক্ষায় আছি।
প্রসঙ্গত, গত সোমবার বিকেলে বাঘাইকান্দী গ্রামের কাইয়ুম (২১) ও মুন্নার (২২) সঙ্গে নৌকাযোগে ঘুরতে যায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই দুই স্কুল ছাত্রী। নৌকায় ঘুরা শেষে সন্ধ্যায় নৌকাটি তীরে নিয়ে পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। পরে কাইয়ুম ও মুন্না তাদের আরও ছয় বন্ধুকে ডেকে আনে। বন্ধুরা সবাই মিলে ভয়ভীতি দেখিয়ে ওই দুই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই দুই স্কুল ছাত্রী বাড়ি ফিরে গেলে ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়।