1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

ঘোড়াশালে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতি পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীবাসীর বহুল প্রত্যাশিত নরসিংদী কমিউটার ট্রেনটি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে উদ্বোধনের পর পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে প্রথমাবরের মতো যাত্রা বিরতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি জেলার বিভিন্ন রেলস্টেশনে যাত্রা বিরতি দেয়। পরে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনে পৌঁছে যাত্রা বিরতি দেওয়া হলে সাধারণ যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

এসময় পলাশ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন যাত্রী, স্টেশন মাস্টার ও ট্রেন চালককে মিষ্টিমুখ করিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন থেকে ১৩১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

রেলওয়ে সূত্র জানায়, ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে যাত্রীদের অধিক চাপ থাকার কারণে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবি করে আসছিল পলাশ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। টিকেট কিনেও আসন না পেয়ে দাঁড়িয়ে ঘোড়াশাল থেকে ঢাকায় যাতায়াত করতে হতো শত শত চাকুরীজীবি, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী ও সাধারণ যাত্রীদের। এজন্য তারা দীর্ঘদিন ধরে ঘোড়াশালের জন্য একটি কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবি করে আসছিলেন। এ জন্য তারা মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে স্মারক লিপি দেয়।

অবশেষে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতি দেওয়ায় ঘোড়াশাল থেকে ঢাকাগামী সরকারি-বেসরকারি অফিসের চাকুরিজীবি ও সাধারণ মানুষ স্বপ খরচে বাড়ি থেকে আসা যাওয়া করে অফিস করতে পারবেন এবং তাদের প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরতে পারবেন। নরসিংদী কমিউটার ট্রেনে ১১টি বগি রয়েছে। এরমধ্যে একটি বগি রাখা হয়েছে নারীদের জন্য। ট্রেনটি ভৈরব থেকে যাত্রা শুরু করে ঘোড়াশালসহ ১২টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিবে। মাত্র ২০ টাকা ভাড়া দিয়ে ঘোড়াশাল থেক ঢাকায় যাতায়াত করতে পারায় উচ্ছ্বসিত যাত্রীরা।

ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে আলমাছ নামে এক যাত্রী বলেন, সবার সম্মিলিত চেষ্টায় দীর্ঘদিনের দাবি পূরণ হলো। আজ আমরা নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতি পেয়ে খুব খুশি হয়েছি। সবাই যেন টিকেট কেটে ট্রেন ভ্রমণ করেন সেজন্য অনুরোধ রইলো।

ট্রেনের যাত্রাবিরতি আন্দোলনের একজন মোহাম্মদ ইকরাম হোসেন বলেন, আজকে আমাদের জন্য অত্যন্ত একটি খুশির দিন, নরসিংদী কমিউটার ট্রেন আজকে ঘোড়াশালে যাত্রা বিরতি দিয়েছে। ট্রেনটি উদ্বোধনের দীর্ঘদিন পরও এখানে যাত্রা বিরতি দেওয়া হয়নি। এজন্য ঘোড়াশাল ও পলাশের আপামর জনতা দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গুলো দাবি বাস্তবায়নে কাজ করে আসছিল। আজ সবার ঐক্য প্রচেষ্টায় পলাশ উপজেলাবাসী সফল হয়েছে। সবাই যেন শতভাগ ট্রেনের টিকিট কেটে যাত্রা করে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনে স্টেশন মাস্টার সোহেল রানা বলেন, আজ নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতির প্রথম দিন সকালে ১৩১ জন যাত্রী টিকিট কেটেছেন। ট্রেনটি চারবার ঢাকা-ভৈরব আপডাউন করবে। তবে বর্তমানে দিনে দুইবার আপডাউন করবে। সবাই যেন শতভাগ টিকিট কেটে ট্রেন যাত্রা সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT